নিজস্ব প্রতিবেদক

  ২৯ আগস্ট, ২০১৮

এলটিইউর ভ্যাট থেকে রাজস্ব আয় ২৮৩৬ কোটি টাকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আয় করেছে। উল্লেখিত সময়ে এলটিইউ ২ হাজার ৫৯৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৮৩৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

এ বিষয়ে এনবিআরের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার চলতি বছরের রাজস্ব আয়ের সূচনা ভাল হয়েছে। এর ফলস্বরুপ বছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আয় করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, চলতি অর্থবছরে এলটিইউয়ের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৮১৭ কোটি টাকা। বছরশেষে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা হচ্ছে। যার প্রভাব রাজস্ব আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কোন প্রতিষ্ঠান যেন কর রেয়াতের অসৎ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিগত ২০১১৭-১৮ অর্থবছরে জুলাই মাসে রাজস্ব আয় ছিল ৩ হাজার ১৬৮ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close