নিজস্ব প্রতিবেদক

  ১০ মে, ২০১৮

‘চিনি শিল্প রাখা উচিত নয়’

এখন চিনি তৈরির জন্য বিট খুবই সস্তায় পাওয়া যায়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চিনি দুনিয়াতে যত টাকায় পাওয়া যায়, আমরা তার চেয়ে তিন-চারগুণ বেশি দিয়ে কিনি। এটা করতে হয় শুধুমাত্র ১০/১১টা চিনিকলের জন্য। চিনি এখন শুধু আখের ওপর নির্ভরশীল নয়। এখন চিনি তৈরির জন্য বিট খুবই সস্তায় পাওয়া যায়। তাই চিনি শিল্পকেই আমাদের দেশে রাখা উচিত নয়। এখনো যে চিনিকলগুলো রাখা হয়েছে সেটা একেবারেই খামাখা বলে মন্তব্য করেন তিনি।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার একটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিনি, রড, স্টিলসহ আমদানি করা বিভিন্ন পণ্যে বাংলাদেশে কয়েকগুণ বেশি দামে ভোক্তার কাছে বিক্রি হচ্ছে। এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সব জিনিসের দাম বেশি এটা ঠিক না। যেমন- স্টিলের দাম বাংলাদেশে অনেক কম। এমন অনেক পণ্য আছে যেগুলোর দাম অনেক কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist