নিজস্ব প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

রবির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা স্থগিত

মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক হিসাব তিন দিনের জন্য জব্দ রাখার যে নির্দেশনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিয়েছিল, তার কার্যকারিতা হাইকোর্টে স্থগিত হয়ে গেছে। রবির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন। রবির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আইনজীবী তানজীব উল আলম পরে বলেন, রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল এনবিআর। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রিট আবেদন করে রবি। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন। রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের চিঠি কেন সংবিধান ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাজস্ব সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন। অন্যদিকে হাইকোর্টের আদেশের পর রবির সব ব্যাংক হিসাব মঙ্গলবার থেকে সক্রিয় হয়ে গেছে বলে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ অপারেটর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist