নীতুল জান্নাত নীতি

  ১৭ জুলাই, ২০২০

নীলচে বরষা

বর্ষার জল ছুঁয়ে, স্মৃতির সরোবরে

সবুজ ঘাসে ইন্দ্রধনু জন্মেছিল শিশির হয়ে,

যেদিন বিস্মৃত দোয়েল দেয়নি শিস।

ঠিক যেদিন,

ভোরের কিরণকে লুকিয়ে মেঘদূতের আহ্বান চারদিকে।

ধোঁয়া ওঠা চায়ে একাকিত্বের সুরে

দুচোখে পুষে পুষে নীল পাথার,

সেই বিকেলে গোটা অক্ষরে

অক্ষরের গান।

মুহূর্তের অকালপ্রয়াণের স্মৃতিবেদনায় নীল

দিনশেষে সোনালি ডানার দুঃখের নাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close