রুকসানা রহমান

  ২২ নভেম্বর, ২০১৯

বকুলের গন্ধ ছিল

দাঁড়িয়ে আছি স্যাঁতসেঁতে

জীবনের গ্রিলে ধরে

অপার আঁধার, নির্মম খররোদে।

প্রাচীরে মেঘ নীরব রাত্রি

শিশির ঘুমায় শিথানে, ক্লান্ত আগল দুয়ারে...

কে ডাকে অবেলায়!?

তামাসা বসতির বাহিরে।

অবগুণ্ঠিত মনে প্রজ্ঞার বাহুবলে।

কে তুমি অচেনা, জ্বালাময়ী

নীলাদ্রি রাতে,

সেই কবে হারিয়ে গেছে চঞ্চলা প্রজাপতি।

আশ্চর্য সোনালি রাত ছিল, স্বপ্ন মগ্নতার কোলাহলে, বকুলের গন্ধ ছিল।

এ নিছক মায়াজাল, শূন্য ক্লান্ত যৌবন স্মৃতি কুড়াতে, কুড়াতে কেবল ঘুনে ধরা

কড়িকাঠ গুনি,

একাকিত্ব শৃঙ্খলে...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close