reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

আলোময় বিশ্বাস

লোকটি

যে অস্ত্র তুমি হাতে তুলে দিলে

তা দিয়ে আমি এখন একটি লোকের প্রতিকৃতি আঁকি।

লোকটি যখন ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে, ওর বুক থেকে

জলরঙের প্রবাহে গড়িয়ে পড়ে কালো-ক্রোধ।

লোকটির ওপর আকাশ আঁকি, গাঢ় রক্ত বর্ণের আকাশ

প্রসারিত শূন্যপরিসরে আঁকি

এক টুকরো মেঘ, কালো দুটি কাক।

লোকটির ভালো লাগে না

ওর চোখের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সব।

যখন রঙ গলে জ্বলে ওঠে আগুন, পাঁজর ফুটো করে

বেরিয়ে আসে পঙ্গপালের দল

এইবার লাগামে টান পড়ে

আমি মুছে ফেলতে চাই এইসব ইতিহাস, ঠিক তখন

ইজেলে ঝুঁকে পড়া ঘাড়ে পড়ে সর্বনাশের কামড়

লোকটি কি খেপে গেছে তবে? আমি বিচলিত নই

আমি জানি, আমার অস্ত্রই এখন তার কণ্ঠলগ্ন ঈশ্বর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close