এগুলো কবিতা নয়

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

শিরিন সুলতানা

এগুলো কবিতা নয়; শাদা ভোরের স্লেটে আঁকা গীতল দীর্ঘশ্বাস

স্কাটপরা মেজাজ তার, মুখোশের আড়ালে ফুটে থাকা মউল ফুল

মাঝে মাঝে শ্মশানপাড়ায় চুপকথার ডাহুকি চঞ্চলতা;

কবিতা হতে হলে নাকি মানুষ থাকতে হয় আকাশি রঙের!

একটা পুকুর, একজোড়া হাঁস, চাঁপাফুলের বাগান, কিংবাÑ

তারা খসে পড়ার মতো আরক্ত কিছু দুঃখ!

ও-সবের কিছুই নেই; আমার আছে নিঃসঙ্গ রাতের ক্যানভাস

ডুব-আঁকার রঙতুলি, ভাঁজ করে রাখা এক টুকরো আকাশ

আর জলবদলের দৃশ্যে ভাসমান আহ্লাদী এক জীবন।

কবিতা বলে কিছু লিখতে পারিনি আজও, কেবল বেজে যায়

মনোমাঝেÑ ম্যান্ডোলিনের অবিচ্ছিন্ন সুর

হয়তো, এইসব সুরের অর্চনায়, ভোরের নিঃসঙ্গ কুয়াশা কেটে

ঠিক ধরা দেবে কবিতা, সেদিন গল্প করবো নিজের সাথেÑ একা

আর জোছনামুখর গোটা রাত ভরে যাবে আশ্চর্য নীরবতায়...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close