এখলাসুর রহমান

  ১০ আগস্ট, ২০১৮

পাগলা শেয়াল

আকাশ হতে বৃষ্টির গলা ধরে

কী জানি একটা পড়ে গেল মাটিতে

পথের ধারে মানুষের জটলা

হইহই করে ওঠে, কী পড়ল ওটা?

উৎসুক চোখের সারি তাজ্জব হয়ে গেল সহসা, পড়ন্ত বস্তুটা হয়ে উঠল

এক পাগলা শেয়াল, ঘেউ ঘেউ করে

তেড়ে এলো কুকুরের দল

শেয়ালটাকে আঁচড়ে খামচে রক্তাক্ত করে ছুড়ে ফেলল পথের মধ্যিখানে

গাড়িঘোড়া থেমে গেল, হাটুরেরা

ঠা ঠা করে হাসছে আর শেয়ালের

কান্না শুনছে, হঠাৎ একটি ছোট্ট

শিশু ছুটে এলো, আকুতি ঝরা কণ্ঠে বলল, মেরো না আমার বাবাকে মেরো না!

হাটুরেরা উচ্চস্বরে হেসে ওঠে বলল, কে তোমার বাবা! আরে এতো একটা শেয়াল, পাগলা শেয়াল

শিশুটি বলল, ভুল কথা বলো না

এটা শেয়াল নয়, মানুষ

তোমরা কুকুর, তাই তো কুকুরদের সাথে মিশে আমার বাবাকে শেয়াল ভেবে উল্লাস করছো তোমরা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close