নড়াইল প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৭

তলিয়ে গেছে জমির ফসল

নড়াইলে ৪দিনের টানা বর্ষণে ১৫শ ৮৩ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া নড়াইল পৌর এলাকায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার ফলে নাগরিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ওপর দিয়ে গত রোববার (২৩ জুলাই) থেকে বুধবার পর্যন্ত চার দিনের টানা বর্ষণে ১৪ হাজার ৫শ ৩০ জন কৃষকের ১৫শ ৮৩ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এসব ফসলের মধ্যে রয়েছে আমন বীজতলা, আউস ও আমন ধানের গাছ, বিভিন্ন প্রকার সবজি, মরিচ ও পান। নড়াইল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জানান, টানা বর্ষণে এসব জমির ফসল তলিয়ে গেলেও, যদি আর বৃষ্টি না হয় তাহলে কোনো ক্ষতি হবে না। এজন্য এখনও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয় নি। এদিকে চার দিনের টানা বর্ষণে নড়াইল পৌরসভার আশ্রম রোডের পশ্চিম পাশ এলাকা, ভাদুলিডাঙ্গা বৌ বাজারের দক্ষিন পাশ এলাকা, রুপগঞ্জ পাম্প হাউসের পশ্চিম পাশ এলাকা, বন্ধন কমিউনিটি সেন্টারের উত্তর ও উত্তর-পূর্ব এলাকা, প্রয়াত চিত্রশিল্পী কাজল মুখার্জ্জীর বাড়িসহ আশে পার্শ্বের এলাকা, খাদ্যগুদামের পশ্চিম পার্শ্বের এলাকা, পৌর গোরস্থান-মড়িখোলার উত্তর পার্শ্ব এলাকা, সিটি কলেজ এলাকা, নিশিনাথতলা এলাকা, ভওয়াখালী সরকারি প্রাইমারী স্কুল মাঠ এলাকা, পুলিশ লাইনের পশ্চিম পার্শ্ব এলাকা, দক্ষিন নড়াইল গোরস্থানের পশ্চিম এলাকা, শিশু সদনের পশ্চিম পার্শ্বের বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নড়াইল ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, কয়েক জায়গায় পানি বের করতে গিয়ে ফেরত এসেছি। তারপরও সমাধানের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist