প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

প্রতিবন্ধকতার জন্য প্রতিবন্ধী দায়ী নন

‘অভিগম্য আগামীর পথে’ স্লোগানে নানা কার্যক্রমে পালিত হয়েছে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতরের আয়োজনে কার্যসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, চিত্রাংকনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘প্রতিবন্ধকতার জন্য প্রতিবন্ধী ব্যক্তি নিজে দায়ী নন। প্রতিবন্ধীদের পরিবারের বোঝা মনে করে ঘরের কোণে লুকিয়ে রাখলে তারা কখনো স্বাবলম্বী হতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সহায়তায় ভাতার ব্যবস্থা করেছেন। চলতি বছরেই প্রায় সব প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন। সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবার হতে দেশের জন্য সোনার মেডেল নিয়ে আসেন।’ প্রতিনিধিদের পাঠান খবর-

রংপুর : রংপুরে জেলা প্রশাসকের কার্যালয় ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জেলা সমাজসেবা উপ-পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা বিভাগীয় পরিচালক আবু সালে মুসা জঙ্গী, সহকারী পরিচালক আব্দুল মতিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সিভিল সার্জন হিরম্ব কুমার রায়, জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু প্রমুখ।

খুলনা : খুলনা র‌্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. শেখ আতিয়ার রহমান। এতে স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।

কুমিল্লা : কুমিল্লায় জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্থানীয় এনজিওয়ের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন এএসপি আবদুল্লাহ আল মামুন। পরে টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জেড.এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসপি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মিসেস পারড়ি বসু।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন সহ অন্যান্য কমকর্তাগন।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এতে বিশেষ অতিথি ছিলেন এডিসি (সার্বিক) আরিফ-উজ জামান, এডিএম রবিউল ইসলাম, তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, এডিএম মোছা. নাদিরা আখতারসহ অন্যরা।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালি শেষে সদর উপজেলার জহুরা বেগম অটিস্টিক ও প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন এডিসি মুনিরুজ্জামান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক ময়নুল হক, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, সদর ইউএনও মিল্টন চন্দ্র রায় ও নির্বাহী মেজিস্ট্রেট মোশারফ হোসাইন।

রাজবাড়ী : রাজবাড়ীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, ডা. আসমা আক্তার প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন, জেলা সিপিব সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জাসদ সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার মনোহরগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সোহেল রানা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম। আরও বক্তব্যে দেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, পল্লী উন্নয়ন অফিসার সরওয়ার আলম, চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, যমুনা ব্যাংকের শাখা ম্যানেজার মাহবুব আলম প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও মুনিবুর রহমান, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার সকল প্রতিবন্ধিসহ সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সমাজ কল্যাণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুস ছালাম, রোকেয়া খানম বালিকা বিদ্যালয় সহকারি প্রধান নিজাম সরদার, উপজেলা শ্রমিকলীগের সম্পাদক ফারুক হোসেন খান, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, মানবিক আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল আহমেদ জীবন, আলমগীর হোসেন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি, ইউএনওসোজানা নাসরিন, উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, জেলা পরিষদের সদস্য নূরজাহান পারুল, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফরিদা হাসান পল্লবী প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও এস এম মাহফুজুর রহমান, উপজেলা আ.লীগের সম্পাদক এস এম হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, সম্পাদক আলহাজ¦ বশির আহম্মেদ প্রমুখ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ-জালাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা, ইউএনও ফারজানা খানম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা চেয়াম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা ডিপিওডি’র পরিচালক ফজলুল হক, সমাজসেবা অফিসার সাইফুর রহমান, ফুলবাড়ী বাক শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাধান শিক্ষক শিপ্রা রায় প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও রামকৃষ্ণ বর্মণ, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, ওসি (তদন্ত) আফজাল হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, ইউএনও কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, প্রতিবন্দী বিষয়ক অফিসার মোহাম্মদ কায়কোবাদ আকুঞ্জী, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. হান্নান প্রমুখ।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রেস ক্লাব সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও শাহনাজ মিথুন মুন্নি, সহকারি কমিমনার (ভূমি) আবু তাহের মো. শামসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, সমাজসেবা অফিসার তাপস রায় প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও আব্দুস সালাম চৌধুরী, উপজেলা সমাসসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, খাদ্য পরিদর্শক গোলাম মওলা, সমবায় অফিসার হাফিজুর ইসলাম, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সোহানুর রহমান সুমন, রাসেল মাহমুদ, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে র‌্যালি ও সভায় উপস্থিথ ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ।

বেড়া (পাবনা) : পাবনার বেড়া উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মেজবা উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, মাশুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও রকিবুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান, নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব প্রমুখ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, মৎস্য কর্মকর্তা ফারহাজুল কবির প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও সামিউল হক, উপজেলা চেয়ারম্যান মোয়াদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা মহুয়া পাল প্রমুখ।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও নবীরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস-চেয়ারম্যান তাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক, সমাজসেবা অফিসার গোলাম ফারুক, পিআইও বাবুল চন্দ্র রায়, ওসি (তদন্ত) আরিফ আলি, ইউপি চেয়ারম্যান আজিজার রহমান, মনোয়ার হোসেন সেভেন্টি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close