জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

সীমান্তে মাদক-চোরাচালান বন্ধে আহ্বান

‘সীমান্ত এলাকায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে সীমান্তের ওপার থেকে আসা মাদক চোরাচালান বন্ধে সবাইকেই একযুগে কাজ করতে হবে। মাদক চোরাচলান বন্ধের ব্যাপারে প্রশাসনের আন্তরিকতার কোন কমতি নেই।’ বলেন সিলেটের বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এএমএম খায়রুল কবীর পিএসসি। গত সোমবার বিকালে জেলার গোয়াইনঘাট উপজেলার মোসলিম নগর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তে হত্যা ও অপরাধ দমনের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর সভাপত্বি করেন ৪৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক ল্যাপ্টন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল। এতে বিশেষ অথিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ইউএনও বিশ^জিত কুমার পাল, এএসপি মো. নজরুল ইসলামসহ অন্যান্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close