গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০১৯

গোয়ালন্দে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধূ শারমিন আক্তার (২৫) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পূর্ব উজানচর দুদু খান পাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত শারমিনের মা আলেয়া বেগম বলেন, আমার শারমিনকে ওরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই। এ হত্যার বিচার হলে আমার শারমিনের মত আর কাউকে অকালে জীবন দিতে হবে না।

স্থানিয় সূত্রে জানা যায়, শারমিন আক্তারের সঙ্গে ২০১২ সালে উপজেলার চরকর্নেশন আংকের শেখের পাড়ার সাহেব আলী’র ছেলে ইব্রাহিমের বিয়ে হয়। শারমিনের দুইটি সন্তান আছে। গত ১০ মার্চ শারমিন আক্তারের লাশ উপজেলার চর করনেশন এলাকায় শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করা হয়। পরে ২৫ মার্চ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close