ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় অনুসন্ধানী রিপোর্টিংয়ের প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে ৩৫ সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষণ দেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী। এর আগে ৪ ফেব্রয়ারি এই প্রশিক্ষনের উদ্ধোধন করেন পিআই পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ইলিয়াস ভূইয়া।

বুধবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া প্রেস ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close