নরসিংদী প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০১৮

নরসিংদী-৫

বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরীত এক চিঠিতে তাকে ওই আসনের প্রার্থীতা ঘোষনা করা হয়। তাকে মনোনয়ন দেয়ায় ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার সৃষ্টি হয়েছে। এতে করে দলে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ত্যাগী ও যোগ্য সাহসী প্রার্থী। আশরাফ সাহেবকে মনোনয়ন দেয়ায় আমরা টানা ২২ বছর ধরে হারানো বিএনপির আসনটি এবার উদ্ধার করা সম্ভব হবে এবং নেতা কর্মীদের মাঝে স্থস্তি ফিরে এসেছে। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, গনতন্ত্র রক্ষার স্বার্থে খালেদা জিয়াকে মুক্ত করাতে হবে। সরকারের নির্বাচনী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সকল দ্বিধাদন্ধ ভুলে গিয়ে এ আসন বিএনপির দখলে আনতে সকল নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে আসনটি থেকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এ কে নেছার উদ্দিনকেও মনোনয়ন দেয়া হয়েছে। তবে ২ জনের মধ্যে দলের র্নিদেশে ১ জনকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close