মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০১৮

সরকারি খাল দখল করে তিন সহোদরের ব্যবসা প্রতিষ্ঠান

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারের প্রধান সড়কের পাশে খাল দখল করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন ওই এলাকার স্থানীয় প্রভাবশালী তিন সহোদর। এতে একদিকে অস্তিত্ব হারিয়েছে সরকারি এই খাল; অন্যদিকে নহাটা-মহম্মদপুর এবং নহাটা-রাজাপুর সড়ক ক্রমাগত সংকুচিত হচ্ছে।

গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, এলাকার স্থানীয় প্রভাবশালী তিন সহোদর মাফুজার সর্দার, রকিব সর্দার ও সুজন সর্দার নহাটা বাজার এলাকার সরকারি খাল ভরাট করে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তিনটি প্রতিষ্ঠানে নিজেরা এবং অন্যান্য প্রতিষ্ঠান ভাড়া দিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। নির্মাণাধীন রয়েছে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। অভিযুক্ত ওই তিন সহোদর ওই এলাকার মৃত ইমরাত সর্দারের ছেলে।বাজার ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, নির্মাণাধীন মার্কেটের জায়গাটি মাগুরা জেলা পরিষদের। কিন্ত অবৈধ দখলে কর্তৃপক্ষ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। তবে নির্মাণকালীন উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশনা দিলেও মান্য করা হয়নি। দখলদার তিন সহোদরের মধ্যে সুজন সর্দারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এটা আমাদের পৈতৃক সম্পত্তি। মার্কেট নির্মাণকালীন স্থানীয় নায়েব এসেছিলেন আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি। মাগুরা জেলা পরিষদও ডেকেছিলেন। সেখানে আমাদের সম্পত্তির স্বপক্ষে জবাব দিয়ে এসেছি।’ নহাটা ইউপি চেয়ারম্যান আলী মিয়া বলেন, মার্কেটটি নির্মাণের শুরুতেই ইউএনওকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু এ বিষেয়ে তিনি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেননি। বরং স্থানীয় ভূমি অফিসের নায়েবের সহযোগিতায় তিন ভাই মিলে এই মার্কেট গড়ে তুলেছেন। অভিযোগ অস্বীকার করে নায়েব সাইফুজ্জামান বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশনা অনুযায়ী আমি কাজ বন্ধে কয়েকবার দখলদারদের নোটিস দিয়েছি।’ ইউএনও আসিফুর রহমান বলেন, ‘আমি এখানে সদ্য যোগদান করেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’ মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু জানান, শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close