শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

শাহজাদপুরে সাত পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাহজাদপুর থানার সাত পুলিশ সদস্যসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও শ্লীলতাহানির মামলা করা হয়েছে। গত বুধবার শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলাটি করেন উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে অ্যাডভোকেট হাবিবুর রহমান। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক আবু খান শাহিন কনক উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মামলার সাত পুলিশ আসামিরা হলেন এসআই গোলজার হোসেন, এসআই সাচ্চু বিশ্বাস, এসআই সামিউল ইসলাম, এসআই মতিউর রহমান, এসআই আমজাদ হোসেন, কনস্টেবল ময়নুল হক ও কনস্টেবল মো. সুমন সরদার। গতকাল বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করে ওই মামলার বাদী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, রূপবাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হোসেনসহ অন্যান্য আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, গত শুক্রবার রাতে হ্যান্ডকাফসহ আসামি মিজানুর রহমানকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮২ জনকে আসামি করে একটি মামলা করে। ওই মামলা থেকে নিজেদের রক্ষা পাওয়ার কৌশল হিসেবে বাদী পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করেছে।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার জানান, আদালতের নিদের্শনামূলক কোনো কাগজপত্র তিনি এখনো পাননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close