গাজীপুর প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

ডুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে (৫ নভেম্বর) আজ। বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগে ৬৫৪ আসনের বিপরীতে ১২ হাজার ১১৬ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। গড়ে প্রতিটি আসনের জন্য লড়ছে প্রায় ১৯ জন পরীক্ষার্থী। গতকাল রোববার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রথম শিফটে সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে পুরকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা। দ্বিতীয় শিফটে সকাল সাড়ে ১১টা হতে দুপুর দেড়টা পর্যন্ত চলবে যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিষয়ক যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (যঃঃঢ়://ধফসরংংরড়হ.ফঁবঃনফ.ড়ৎম) এ পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close