কক্সবাজার প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের তরঙ্গ রেস্তোরাঁর পাশে নির্মিত অবৈধ স্থাপনা ষষ্ঠবারের মতো উচ্ছেদ করা হয়েছে। ঝাউগাছ কেটে বাতিলকৃত প্লটে স্থাপনা নির্মাণের অভিযোগে গত এক বছরে পাঁচবার উচ্ছেদ করা হয়েছিল। এরপর চার মাসের ব্যবধানে সেখানে ‘হাঁড়ি’ নামে একটি রেস্তোরাঁ তৈরি হয়। প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে এই স্থাপনা নির্মাণ হয়েছে। গত সোমবার বিকেলে সদর সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত) শেখ সেলিম, আনসার ব্যাটালিয়ান বেলাল উপস্থিত ছিলেন। একইসঙ্গে বাতিলকৃত প্লটে স্থাপনা নির্মাণের দায়ে ‘হাঁড়ি’ রেস্তোরাঁর পাশে ‘ক্যাঙ্গারু’ ও ফুড ভিলেজ নামে দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়। সর্বমোট প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়েছে।

সদর সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close