লালমনিরহাট প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৮

পাটগ্রামে ৫৯টি ভারতীয় গরু আটক

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে ভারত থেকে আনা ৫৯টি গরু আটক করেছে বিজিবির নেতৃত্বে পরিচালিত একটি যৌথ দল। পৌর শহরের রসুলগঞ্জহাট এলাকার দুটি বাড়িতে গত শনিবার রাতে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মহিউস সুন্নাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে গরুগুলো জব্দ করা হয়। যৌথ অভিযানে রংপুর-৬১ বিজিবি ছাড়াও পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম এবং পুলিশের একটি দল অংশ নেয়। আটকৃত ভারতীয় এসব গরুর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মহিউস সুন্নাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে ওই ৫৯টি গরু জব্দ করা হলেও এগুলোর মালিক পলাতক রয়েছে। পাটগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে এসব গরু অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। আটক গরু গুলো কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist