গাইবান্ধা প্রতিনিধি

  ০১ জুন, ২০১৮

গাইবান্ধায় সাড়ে ৩৪কোটি টাকা ব্যয়ে হাসপাতাল

গাইবান্ধায় সাড়ে ৩৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ১২ তলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল। এটা তৈরি হচ্ছে সদর হাসপাতালেরই ক্যাম্পাসে। আজ শুক্রবার থেকে এ নির্মাণ কাজ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। হাসপাতালের ডক্টরস লাউঞ্জে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

সভায় জানানো হয়, জেলা সদর হাসপাতাল ক্যাম্পাসে প্রথম পর্যায়ে ৮তলা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। পরবর্তীতে বাকি ৪ তলাও নির্মাণ করা হবে। এতে ব্যায় হবে ৩৪ কোটি ৫৩ লাখ টাকা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. মো. আব্দুস শাকুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুল ইসলাম মন্ডল, ডা. আ.খ.ম. আসাদুজ্জামান, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. নাজমুল হুদা, বিএমএ জেলা সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন প্রমুখ।

সভা শেষে ভবন নির্মাণের জায়গা পরিদর্শনও করেন হুইপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist