মাভাবিপ্রবি প্রতিনিধি

  ১৩ মে, ২০১৮

ভ্রাম্যমাণ বইমেলা মাভাবিপ্রবিতে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা পরিচালিত ‘আলো ঘর’ প্রকাশনার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। গতকাল শনিবার শুরু হওয়া এই বইমেলা থেকে আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই মেলা চলবে।

জানা গেছে, মেলার প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে পড়ার মত উপস্থিতি ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন লেখকের বই ক্রয় করেছেন এবং ভবিষ্যতেও এ রকম বইমেলা আয়োজন করার আহ্বান জানান।

আলো ঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের বইমুখী করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল, কলেজ ও জেলা শহরে গত এক বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist