কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৮

অর্ধকোটি টাকার বনের জমি উদ্ধার আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা জোড়াপাম্প ও হরতকিতলা এলাকায় গতকাল বুধবার সকালে বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এসময় বনের জমিতে অবৈধভাবে নির্মিত ৫টি দোকান ও একটি ঘর উচ্ছেদ করা হয়। এতে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের বন বিভাগের ২০ শতাংশ জমি উদ্ধার করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে এক ভূমিদস্যুকে আটক করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম নামে এক ভূমিদস্যু বনের গজারী গাছ কেটে কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্ববতি বন বিভাগের ৫শতাংশ জমি জবর দখল করে একটি ঘর নির্মাণ করে। অপর দিকে পুর্বচান্দরা গ্রামের জনৈক বকুল মুন্সী একই এলাকায় গজারী গাছ কেটে বন বনবিভাগের ১০ শতাংশ জমি জবরদখল করে ৫টি দোকান ঘর নির্মাণ করে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্ববর্তী চন্দ্রাবিটের হরতকি এলাকায় মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বনের জমি জবরদখল করে একটি দোকান ঘর নির্মাণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিভাগের বন কর্মকর্তা বকতিয়ার নুর সিদ্দিকীর নির্দেশে চন্দ্রা বিট কর্মকর্তা মুরাদ হোসেনের নেতৃত্বে একদল বন প্রহরী বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বনের জমিতে অবৈধভাবে নির্মিত ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist