reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২০

যথসময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনাভাইরাস থাবা বসিয়েছে ক্রীড়াবিশ্বে। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসে। ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, একের পর এক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বিদেশ-সফর। বেশ কিছু ম্যাচ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। এ অবস্থায় অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি নাÑ তা নিয়েও দেখা দিয়েছিল সংশয়। তবে ভয়-ভীতি উড়িয়ে দিয়ে আইসিসি বলছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, ‘চলতি করোনাভাইরাসের সংকট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ লোকাল অর্গানাইজার কমিটি। তারা এটা পর্যবেক্ষণেই রাখবে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্টেলিয়ার ৭টি ভেন্যুতে হওয়ার কথা। আমাদের পরিকল্পনা হলো, শিডিউল অনুযায়ীই খেলা চালিয়ে যাওয়ার।’

এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, ‘আশা করছি আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে পরিস্থিতিত স্বাভাবিক হয়ে যাবে। আমাদের ধারণা, অক্টোবর বা নভেম্বরের আগে পরিস্থিতির উন্নতি হবে। আমরা প্রস্তুতি সেরে রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বকাপ নির্ধারিত সময়েই শুরু হবে। ১৫ নভেম্বর ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে বলেও আমাদের বিশ্বাস।’

সূত্র : আইসিসি, সিএ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close