ক্রীড়া ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০১৯

টাইগারদের শূলে চড়ালেন গাভাস্কার

মুরালি কার্তিকের সঙ্গে টিভি দর্শকদের জন্য পিচ রিপোর্ট করতে নেমেছিলেন সুনিল গাভাস্কার। তবে তাদের কথোপকথনে পিচ নিয়ে কথা প্রায় থাকলই না। গাভাস্কার তো রাখঢাক না রেখেই বললেন, পিচ নিয়ে কথা বলারই কারণ নেই। বাংলাদেশ এতটাই সাধারণ দল যে, খেলা শেষ হবে দ্রুতই। ৬ উইকেটে ১৫২ রান নিয়ে ইডেন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতেই তখন প্রয়োজন আরো ৯০ রান। ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় নেই কোনো। বাস্তবতা বলছে, পিচের সম্ভাব্য আচরণ নিয়েও কারো থাকার কথা নয় কৌতূহল। তারপরও প্রতিদিনের ধারা মেনে পিচ রিপোর্ট করতেই হয়। সেখানেই গাভাস্কার শূলে চড়ালেন টাইগারদের।

‘পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’ তাদের নিবেদন ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক, ম্যাচ আজকে (কালকে) শেষ হয়ে যাবে দ্রুতই।’ একটু পর টিভির বিশ্লেষণে বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের প্রতি সহমর্মিতাও জানালেন গাভাস্কার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close