ক্রীড়া ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৮

বিদায়ী সম্মাননা পাচ্ছেন রুনি

ইংল্যান্ডের জার্সিতে ওয়েইন রুনি শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৬ সালের নভেম্বরে। ম্যাচটিতে ইংলিশরা ৩-০ গোলে জয় পেয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে। এরপরই ২০১৭ সালে জাতীয় দলের জার্সিটা তুলে রাখার ঘোষণা দেন থ্রি-লায়ন্সদের সর্বোচ্চ গোলদাতা। তবে মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় ও চ্যারিটি ফান্ড সংগ্রহের জন্য ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামবেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি ফুটবলার। রুনির আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণাটি জানানো হয়েছে কাল। ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচটিতে অসহায়দের জন্য অর্থ তহবিল গঠনের জন্য আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রুনিকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৫ সদস্যের দলে সাবেক অধিনায়ক রুনিকে রেখেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ইংলিশদের জার্সিতে রুনি ১৩ বছরে মোট ম্যাচ খেলেছেন ১১৯টি। করেছেন সর্বোচ্চ ৫৪ গোল। যুক্তরাষ্ট্র ও ইল্যান্ডের মধ্যকার এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েইন রুনি ফাউন্ডেশনের চ্যারিটি ফান্ড সংগ্রহের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close