ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

ক্রিকেটে ফিরছেন ইমরান নাজির

আন্তর্জাতিক ক্রিকেটের আবির্ভাবেই সাড়া ফেলেছিলেন ইমরান নাজির। উইকেটের চারপাশে বাহারি সব স্ট্রোক খেলতেন। বিশেষ করে পেসারদের বিপক্ষে বেশি করে ঝলসে উঠত তার ব্যাট। পাকিস্তানের ওপেনার হিসেবে অনেকে তাকে স্থায়ী ভাবতে শুরু করেছিলেন। কিন্তু ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খেলেছে মাত্র ৮ টেস্ট এবং ৭৯ ওয়ানডে।

দীর্ঘ সাড়ে ৪ বছর বিরতির পর আবারও পেশাদার ক্রিকেটে ফেরার কথা জানালেন নাজির। টেস্ট ও ওয়ানডেতে ১৯৯৯ সালে অভিষেক ঘটে নাজিরের। এর ৮ বছর পর অভিষিক্ত হন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ক্রিকেটের নতুন এই সংস্করণে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে। এরপরই তিনি ছিটকে পড়েন পাকিস্তান দল থেকে।

গত সাড়ে ৪ বছর বেশ জটিল এক রোগে ভুগেছেন ৩৬ বছর বয়সী এ ওপেনার। মাংসপেশি হাড়ের সঙ্গে যুক্ত থাকা তন্তুর (টেন্ডন) প্রদাহে ভুগেছেন নাজির। রোগটার ইংরেজি নাম ‘টেনডিনাইটিজ’। এ রোগ কাটিয়ে নিজেকে এখন পেশাদার ক্রিকেট খেলার মতোই ফিট বলে ঘোষণা করলেন নাজির। লাহোরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এখন ফিট। দীর্ঘদিন পর আবারও ক্রিকেট খেলতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close