ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৮

শেষ ষোলোর স্বপ্ন দেখছেন ম্যারাডোনা

বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে একেবারে খাদের কিনারায় এখন অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে জয় তো চাই-ই, সঙ্গে চেয়ে থাকতে হবে গ্রুপের বাকি দুই দল ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ড ম্যাচের দিকেও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে লজ্জাজনকভাবে ৩-০ গোলে বিধ্বস্ত হয় আর্জেন্টাইনরা। টানা দুই ম্যাচে বিপর্যয়ের পর চাপের মুখে এখন পুরো দল। সঙ্গে জোর গুঞ্জন, আর্জেন্টিনা শিবিরের ড্রেসিং রুম নাকি আগের মতো নেই। সৃষ্টি হয়েছে বিরোধ। তবে কি ২০০২ এরপর আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে দুইবারের বিশ্বজয়ীদের? যদিও আর্জেন্টিনাকে নিয়ে এখনো স্বপ্ন দেখছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা, ‘আর্জেন্টিনা এখন যে অবস্থায় আছে তার জন্য সত্যি খুব খারাপ লাগছে। তবে আমি তিক্ততা অনুভব করছি না। আমি জানি না, এটা এ সময়ের জন্য পরস্পরবিরোধী বিষয় কিনা। তবে আমি এখনো স্বপ্ন দেখছি যে, আর্জেন্টিনা পরের রাউন্ডে উঠবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist