আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে’ : ট্রাম্প

যুদ্ধে নিহত মার্কিন সেনার স্ত্রীকে ফোন করে ‘অসংবেদনশীল’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

বুধবার টুইটারে ট্রাম্প পাল্টা দাবি করলেন, ‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রয়োজনে প্রমাণ দিতে পারি।’

সম্প্রতি আফ্রিকার ছোট্ট দেশ নাইজারে জঙ্গি হামলায় নিহত হন মার্কিন সার্জেন্ট লা ডেভিড জনসন। মঙ্গলবার বিকেলে মিয়ামিতে এসে পৌঁছায় জনসনের দেহ। বিমান থেকে জলকামানের গোলা ছুড়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।

মিয়ামির বিরোধী ডেমোক্র্যাট দলের নেত্রী ফ্রেডেরিকা উইলসনের দাবি, মরদেহ পৌঁছানোর কিছুক্ষণ আগে জনসনের স্ত্রী মেশিয়াকে ফোন করেন প্রেসিডেন্ট। অভিযোগ-সদ্য বিধবা মেশিয়াকে ট্রাম্প বলেন, ‘আপনার স্বামী জানতেন তিনি কী কাজে যাচ্ছেন। তবু ঘটনাটা দুঃখের।’ এরপরই অন্তঃসত্ত্বা মেশিয়া ভেঙে পড়েন বলে ক্ষোভ প্রকাশ করেছেন উইলসন।

তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য দেশের প্রেসিডেন্টের কাছ থেকে আশা করা যায় না। যারা যুদ্ধে যায়, তারা সবাই জানে যে সেখান থেকে না-ও বেঁচে ফিরতে পারে। তবু সদ্য স্বামীহারা কোনো স্ত্রীকে এভাবে বলা উচিত নয়।’

বুধবার ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলে বিরোধী ওই নেত্রী বলেন, তার কাছেও পাল্টা প্রমাণ রয়েছে। তার দাবি, প্রেসিডেন্টের ফোনের সময় উইলসনের সঙ্গে একই গাড়িতে ছিলেন মেশিয়া।

ফোনের স্পিকার চালু থাকায় পুরো কথোপকথনই শুনেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist