আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ এপ্রিল, ২০২০

আগে না বললেও এখন মাস্ক পরতে বলছে সিডিসি

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছে বিভিন্ন দেশের ডাক্তার-বিশেষজ্ঞরা। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাস্ক পরার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছে দুই ধরনের পরামর্শ। একটি পক্ষ বলছে মাস্ক পরা গুরুত্বপূর্ণ, অপর পক্ষ দাবি করছে মাস্ক পরার প্রয়োজন নেই। ঘরের বাইরে গেলেই মাস্ক অথবা মুখ ঢেকে রাখতে পরামর্শ দিচ্ছে দেশটির সেন্টার ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বিপরীতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে পরামর্শ দিচ্ছেন। যদিও এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির পক্ষ থেকে মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close