আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

‘গরু’ শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়

নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ওম’ ও ‘গরু’ শব্দ দুটি শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবেন দেশ ষোড়শ শতাব্দীর দিকে পিছিয়ে যাচ্ছে। গত বুধবার উত্তরপ্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে তিনি গবাদি পশুর রোগ প্রতিরোধমূলক এক প্রকল্পের উদ্বোধন করেন।

নরেন্দ্র মোদি বলেন, দেশের দুর্ভাগ্য যে, ‘ওম’ এবং ‘গরু’ জাতীয় শব্দ শোনা মাত্র এমন অনেক মানুষ আছেন যাদের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবেন, এবার বুঝি দেশ পিছিয়ে ষোড়শ শতাব্দীতে চলে গেল।

নরেন্দ্র মোদি আরো বলেন, ‘যারা দেশকে বিনষ্ট করতে চেয়েছিলেন, তারা বিশেষ কিছু বাকি রাখেননি।’

মোদির এই মন্তব্যের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল-মুসলিমীন প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। ভারতের বিভিন্ন স্থানে ‘গো-রক্ষক’দের দ্বারা ঘটিত গণপিটুনিতে নিহতের ঘটনা তুলে ধরে তিনি বলেন, গো-রক্ষার নামে মানুষ খুন হলে নরেন্দ্র মোদির উচিত তাতে উদ্বিগ্ন হওয়া। যখন গরুর নাম করে মানুষ মারা হচ্ছে এবং সংবিধানের সর্বনাশ করা হচ্ছে, তখন মোদির কান খাড়া হওয়া উচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close