আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০১৮

চালক ছাড়াই ৯০ কি. চলল ট্রেন

অস্ট্রেলিয়ায় ছাড়াই ৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রেললাইন থেকে ছিটকে পড়েছে একটি মালবাহী ট্রেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের কিছু ওয়াগন উল্টে গেছে। রেললাইন থেকে ছিটকে পড়ার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ২৬৮টি ওয়াগানের এই ট্রেনের চালক পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যাব থেকে নামেন। এ সময় চালক যান্ত্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় হঠাৎ ট্রেনটি ধীর গতিতে ছুটতে শুরু করে। এতে মালবাহী ট্রেনচালক ছাড়াই ৯০ কিলোমিটার অতিক্রম করে। এই ট্রেনটির মালিকানা প্রতিষ্ঠান বিএইচপি পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারার বন্দরনগরী হেডল্যান্ডে পৌঁছার আগে ট্রেনটিকে লাইনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। বন্দরের কাছে ট্রেন থামানোর জন্য গতিপ্রতিরোধক বসায় বিএইচপি। পরে হেডল্যান্ডে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আঁছড়ে পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close