আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুলাই, ২০১৮

ব্যালে নাটক থামিয়ে দিল ইঁদুর!

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইঁদুরের কারণে বিদ্যুৎবিভ্রাট হওয়ায় মাঝপথে থামিয়ে দিতে হয়েছে ব্যালে নাটকের প্রদর্শনী। গত বুধবার রাতে অ্যাডিলেডে অনুষ্ঠিত নাট্য উৎসবে বিখ্যাত ব্যালে নাটক ‘স্লিপিং বিউটি’র প্রদর্শনীর সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্যালেটি শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে এই বিদ্যুৎবিভ্রাট হয়। দর্শকরা প্রথমে ভেবেছিলেন, নাটকের প্রয়োজনেই বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। পরে তা নয় জেনে তারা হতাশ হয়ে পড়েন। প্রায় ২ হাজার দর্শককে এ সময় টর্চলাইটের আলো জ্বালিয়ে প্রদর্শনী কক্ষ থেকে বের করা হয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিদ্যুৎ বিভাগের এক মুখপাত্র জানান, ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের যন্ত্রে একটি ইঁদুর ঢুকে বিস্ফোরণ ঘটানোর ফলে এই বিদ্যুৎবিচ্ছিন্নতার ঘটনা ঘটে। এতে করে শহরের নদী তীরবর্তী অংশের পুরো এলাকাতেই বিদ্যুৎ চলে যায়। অ্যাডিলেডের উৎসবস্থলে একটি নাচের অনুষ্ঠানও এতে বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ চলে গেলেও শুরুর দিকে সাময়িক বিভ্রাট ভেবে কলাকুশলীরা ব্যালে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরে আয়োজকরা তাদের থামিয়ে দেন।

নাট্য উৎসবের পরিচালক লিজ হকিন্স জানিয়েছেন, এ ঘটনা অপ্রত্যাশিত। আমার ৯ বছরের কর্মজীবনে এমন কিছু ঘটেনি। কিন্তু দর্শকরা তাদের সৌজন্য আর আন্তরিকতা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।

ব্যালেটি আবারও প্রদর্শন করার সুযোগ নেই। তবে টিকিটের টাকা ফেরত দিয়ে বা অন্য কোনোভাবে দর্শকদের ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist