আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ জুন, ২০১৮

সিরিয়ায় বিমান হামলা

তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার সিরিয়ায় বিমান হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন।

সিরিয়ায় মোতায়েন রাশিয়ার বিমান থেকে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৭ ও ৮ জুন রাতে ইদলিব প্রদেশের জার্দানা গ্রাম লক্ষ্য করে চালানো এ বিমান হামলায় ছয় শিশুসহ ৪৪ জন প্রাণ হারায়। এক বিবৃতিতে গুতেরেস এ বিমান হামলার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এ ব্যাপারে পূর্ণ তদন্তের আহ্বান জানান।

সিরিয়ার উত্তেজনা প্রশমনে তুরস্ক, রাশিয়া ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, ইদলিব সেই চুক্তির অন্তর্ভুক্ত বলে তিনি স্মরণ করে দেন। গুতেরেস চুক্তিভুক্ত দেশগুলোর প্রতি তাদের চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হয়। এরপর থেকে দেশটিতে যুদ্ধে সাড়ে তিন লাখেরও বেশি লোক নিহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist