আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মে, ২০১৮

ডেট্রয়টে হেনস্তা কানাডার মন্ত্রীকে

তিনি কানাডার মন্ত্রী। কিন্তু মার্কিন বিমানবন্দরে হেনহস্তার হাত থেকে রেহাই পাননি নভদীপ বাইনস। গত বছরের সেই অভিজ্ঞতার কথা এখনো ভোলেননি তিনি। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানালেন নভদীপ। তার কথায়, ডেট্রয়েট বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় মাথার পাগড়ির জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কানাডার এই মন্ত্রীকে। তিনি বলেন, ‘গত বছর কানাডায় ফেরার জন্য ডেট্রয়েট বিমানবন্দরে গিয়েছিলাম। সেখান থেকেই বিমানে ওঠার কথা ছিল। কিন্তু আমি নিজের পরিচয় না দিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বিমান ধরতে যাচ্ছিলাম। কিন্তু তখনই ঘটে বিপত্তি।’ তিনি জানান, ওই সময় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে আটকে দেন। এখানেই শেষ নয়, মাথার পাগড়িও খুলতে বলা হয় তাকে। শেষপর্যন্ত নভদীপ নিজের আসল পরিচয় দিলে নিরাপত্তা কর্মীরা তাকে ছেড়ে দেন। এরপর দেশে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে অভিযোগও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist