হরেকরকম ডেস্ক

  ০৮ জুন, ২০১৭

৬২ হাজার টাকা চিবিয়ে খেল ছাগল

‘ছাগলে কি না খায়’, প্রবাদটা বোধহয় কোনো দিন ভুলতে পারবেন না সর্বেশ কুমার পাল। কারণ, উত্তর প্রদেশের কনৌজ জেলার সিলুপুর গ্রামের এই কৃষকের ৩১টি ২০০০ টাকার নোট চিবিয়ে খেয়েছে তারই পোষা ছাগলে। বাড়িতে মেরামতের কাজ চলছিল সর্বেশের। সেজন্য ইট কেনার কথা ছিল তার। ব্যাংক থেকে তুলে এনেছিলেন ৬৬ হাজার টাকা। পুরো টাকাটাই ছিল দু’হাজার টাকার নোটের। পকেটে টাকা রেখে স্নান করতে গিয়েছিলেন তিনি। তার ফাঁকেই প্যান্টের পকেট থেকে টাকাগুলো বের করে চিবোতে শুরু করে সর্বেশেরই পোষ্য ছাগল। স্নান সেরে ছাগলের দিকে চোখ পড়তেই চমকে ওঠেন সর্বেশ। দৌড়ে গিয়ে ছাগলের মুখ থেকে কোনো রকমে লালা মাখানো, দুমড়েমুচড়ে যাওয়া দুটি নোট উদ্ধার করতে পেরেছেন তিনি। বাকি সবটাই গিয়েছে তার পেটে। তবে এত বড় ক্ষতির পরও নিজের পোষ্যের ওপর কোনো রাগ নেই সর্বেশের। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ তাকে ছাগলটিকে কসাইখানায় বেচে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সর্বেশ বলছেন, ছাগলটা আমাদের পরিবারের সদস্যের মতো। ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। ওকে বেচে দেওয়ার কথা ভাবতেও পারি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist