হরেকরকম ডেস্ক

  ০৬ জুন, ২০১৭

ভাঁজ করা যায় যে সেতু!

একটি সেতুর নকশা ও নির্মাণশৈলী নির্ভর করে তার প্রয়োজনীয়তা, নির্মাণস্থলের প্রাকৃতিক অবস্থান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণের ওপর। পৃথিবীর চারভাগের তিন ভাগ জুড়ে রয়েছে পানি। পানিকে উপেক্ষা করেই আমরা তার ওপর ভাসি কিংবা সেতু নির্মাণ করে পানির প্রতিকূলতা নিজেদের বশে আনি। আজ আমরা এমন কিছু সেতু নিয়ে আলোচনা করব, যা ইচ্ছে হলেই ভাঁজ হয়ে পড়তে পারে। আসুন দেখে নেওয়া যাক, সেসব সেতুর নমুনা-

পন্ট জাক শাবান-দেলমাজ : ফ্রান্সের বোর্দোয় অবস্থিত। গ্যারোন নদীর ওপর এই সেতু ইউরোপের দীর্ঘতম ভার্টিক্যাল-লিফট ব্রিজ।

হর্ন ব্রিজ : জার্মানির কিয়েলে অবস্থিত এই ব্রিজ। ঘণ্টায় একবার ভাঁজ হয়ে এটি জাহাজ অতিক্রম করাতে সাহায্য করে।

স্কেল লেন ফুটব্রিজ : ইংল্যান্ডের হালে অবস্থিত। এটি একটি মুভেবল ব্রিজ। একেক দিকে এই সেতুকে সরিয়ে নেওয়া যায়।

ড্রাগন ব্রিজ : ওয়েলসের ফোরিড হারবারের এই সেতু মূলত পথচারী আর সাইকেলচালকদের জন্য।

ভিজকায়া ব্রিজ : স্পেনের বিস্কের এই সেতু খানিকটা হরাইজন্টাল এলিভেটরের মতো কাজ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist