স্বাস্থ্য ডেস্ক

  ২২ মে, ২০১৭

ওষুধ কেনার আগে কী করবেন

আমরা ওষুধ কিনি সাধারণত প্রয়োজনে। আবার অপ্রয়োজনেও অনেকে ওষুধ কিনছে। রোগ হলে ওষুধ সেবন করতে হবে, এটাই স্বাভাবিক। ওষুধ আমাদের জীবন রক্ষা করে। এটাও মনে রাখতে হবে, নকল ওষুধ কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মৃত্যুও হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আবার গুরুতর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, হতে পারে আপনার অঙ্গহানি। তাই ওষুধ কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। নিম্নোক্ত সতর্কতাগুলো মেনে ওষুধ কিনুন এবং নিরাপদ থাকুন।

১. চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রের লেখা ওষুধই কিনুন। ওষুধ বিক্রেতাদের পরামর্শমতো অন্য কোনো কোম্পানির ওষুধ কিনবেন না।

২. ওষুধ কেনার সময় অবশ্যই নিজ চোখে ওষুধের প্যাকেটে ব্যাচ নাম্বার, উৎপাদনের তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্রস্তুতকারক কোম্পানির নাম লেখা আছে কিনা ভালোভাবে দেখে নিন।

৩. সব সময় লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান থেকে ওষুধ কিনুন। সাধারণ দোকান থেকে ওষুধ কিনবেন না।

৪. বিদেশি ওষুধ বা ভিটামিন কেনার ক্ষেত্রে সতর্ক হোন। ওষুধের প্যাকেটটি ভালোভাবে পড়–ন এবং কোম্পানির নাম ভালোভাবে যাচাই করে নিন।

৫. ডিসকাউন্ট দেওয়া ওষুধের ব্যাপারে সতর্ক হোন।

৬. ওষুধ কেনার আগে প্যাকেটটি ঠিকমতো লাগানো বা সিল করা কিনা তা দেখে নিন।

৭. ওষুধ বিক্রেতার পরামর্শে ওষুধ কেনা থেকে বিরত থাকুন। কারণ, যারা পড়তে-লিখতে পারে না, বেশিরভাগ ওষুধ বিক্রেতা তাদেরকে ভুয়া কোম্পানির ওষুধ দিয়ে ভালো কোম্পানির ওষুধের মূল্য রাখে। ভুয়া কোম্পানির ওষুধগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

তাই আজ থেকে ওষুধ কেনার ক্ষেত্রে এবং ওষুধ সেবনে সতর্ক হোন। মনে রাখবেন, টাকা দিয়ে ওষুধ কেনার বদলে বিষ কেনা কারোই কাম্য নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist