চাকরি ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৯

৩০২ জনকে চাকরি দেবে বিআরটিসি

জনবল নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। বিআরটিসির অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য কিছুসংখ্যক চালক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদসংখ্যা

বিআরটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস/ট্রাকচালক পদে ৩০২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

২৫ জুলাই ২০১৯ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি, চারিত্রিক সনদ, নাগরিক সনদসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকযোগে/সরাসরি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।

ঠিকানা : চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

ডেটলাইন

আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট, ২০১৯ পর্যন্ত।

সূত্র : যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close