বিনোদন প্রতিবেদক

  ১৫ ডিসেম্বর, ২০১৭

বিজয় দিবসে বিনামূল্যে মুক্তিযুদ্ধের ছবি

বিজয়ের ৪৬ বছর উদযাপনে এবার ১৬ ডিসেম্বর বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের জন্য মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র চারটি হলোÑচাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ এবং ইমপ্রেস টেলিফিল্মের দুই চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ এবং নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’।

এ বিষয়ে বিভিন্ন হল মালিকের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তাদের অনুরোধ করা হয়েছে, যেন বিনামূল্যে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রসঙ্গে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খোকন বলেন, ‘আমরা যেহেতু বেশকিছু প্রেক্ষগৃহে নিজেদের প্রজেকশন বসিয়েছি তাই তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনুরোধ করা হয়েছে বিজয় দিবসে হলগুলো ছেড়ে দিতে। তারা ১৬ ডিসেম্বর বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহ চাওয়া হয়েছে। আমরা এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আমাদের হলগুলো সরকারকে দিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist