বিনোদন প্রতিবেদক

  ২৪ আগস্ট, ২০১৯

শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন ৩ গুণিজন

এ বছর শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদক পাচ্ছেন তিন গুণিজন। তারা হলেনÑ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি, স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামী-আল-সাফী। অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ। প্রতি বছর তার অন্তর্ধান দিবসে তারই নামাঙ্কিত পদক প্রদান করে আসছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় ১৫তম শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন তিন গুণীজন। ৩০ আগস্ট আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসের দিন বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে আলতাফ মাহমুদ পদক, সম্মানী এবং উত্তরীয় তুলে দেওয়া হবে তাদের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’Ñ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’ ২০০৫ সাল থেকে দিয়ে আসছে এই পদক। ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি বাহিনী আলতাফ মাহমুদকে আটক করে। তার বাসা থেকে আরো অনেক গেরিলা যোদ্ধা আটক হয়। এদের অনেকের মতো আলতাফ মাহমুদও আর বাড়িতে ফিরে আসেননি। তাকে স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে অন্তর্ধানের দিনেই দেওয়া হয় শহীদ আলতাফ মাহমুদ পদক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close