বিনোদন প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৯

আফজাল হোসেনের নির্দেশনায় সজল

একজন আফজাল হোসেন, বাংলাদেশের টিভি নাটকের চিরসবুজ অভিনেতা। এ দেশের টিভি নাটকে রোমান্টিক নাটকের অন্যতম সফল নায়ক তিনি। পাশাপাশি আফজাল হোসেন একজন সফল বিজ্ঞাপন নির্মাতা এবং নাট্য পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের গল্প নিয়ে বিশেষত ঈদে ধারাবাহিক নির্মাণ করে আসছেন। আগামী ঈদের জন্যও আফজাল হোসেন এই বিশেষ ঈদ ধারাবাহিক নির্মাণ করছেন। তার এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘খালি খালি নোয়াখালী’। এবারের পর্বে সিনেমার খলনায়ক আকিজ খান চরিত্রে অভিনয় করছেন আব্দুন নূর সজল। একজন সজলের বিজ্ঞাপনে মডেল হিসেবে আফজাল হোসেনের হাত ধরেই আলোচনায় আসেন। বিশেষত স্টারশিপের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আবার আফজাল হোসেনের নাটকে অভিনয় করেও সজল দারুণভাবে দর্শকপ্রিয়তা পান। একসময় নিজের অভিনয়শৈলী দিয়ে সজল একজন অভিনেতা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ে সাফল্যের ধারাবাহিকতায় আজ তিনি এ প্রজন্মের তারুণ্যের প্রতীক। অভিনয়ে সজল নিয়মিত। দীর্ঘদিনের ক্যারিয়ারে কখনোই বিরতিতে যাননি তিনি। তবে এখন গল্পের প্রতি অনেক বেশি মনোযোগী হয়েছেন তিনি। ভালো গল্পটার প্রতি যেমন তার বিশেষ দৃষ্টি থাকে; ঠিক তেমনি চরিত্রটির প্রতি তার ভালো লাগার জন্ম নিতে হয়। ছোট কাকু সিরিজের ‘খালি খালি নোয়াখালী’তে আকিজ খান ঠিক তেমনি ভালো লাগার একটি চরিত্র। আফজাল হোসেনের নির্দেশনায় গেল সোমবার থেকে এতে অভিনয় করছেন তিনি। আজ এর কাজ শেষ করবেন সজল। আবারও আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন, ‘একজন আফজাল হোসেন আমার কাছে পিতার সমতুল্য। যখন তার নির্দেশনায় কাজ করি, তখন মনে হয় নিজের ঘরের মধ্যেই কোনো কাজ করছি। অনেক আনন্দ নিয়ে, উচ্ছ্বাস নিয়েই সবাই কাজ করেন। আজ থেকে বহু বছর আগে যখন তার পরিচালনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি; তখন যেমন আমার মধ্যে যে স্নায়বিক চাপটা ছিল, সেটা এখনো তার নির্দেশনায় কাজ করতে গেলে করে। তবে এটা সত্যি যে, আমি তাকে ভীষণ ভালোবাসি এবং এটা তিনি যে অনুভব করেন, তা আমি বুঝতে পারি।’

জানা যায়, আগামী ঈদের আগের দিন থেকে টানা আট দিন ‘খালি খালি নোয়াখালী’ চ্যানেল আইতে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close