বিনোদন প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০১৯

মহিলা সমিতি মঞ্চে ‘আমি ও রবীন্দ্রনাথ’

ঢাকার প্রথম সারির নাটকের দল ‘প্রাঙ্গণে মোর’। দলটির আলোচিত প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’। আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

নাটকটির অন্যতম প্রধান চরিত্র অথৈ। বন্ধুদের সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে বেড়াতে যান তিনি। হঠাৎ তার সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। অথৈকে কুঠিবাড়ী ঘুরিয়ে দেখাতে চান রবীন্দ্রনাথ। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে থাকেন। অথৈয়ের সামনে পরপর হাজির হন ২১, ২৯, ৬৯ ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এই চার সময়ের রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তার সৃজনশীলতা নিয়ে। রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সঙ্গে অথৈও বদলে যেতে থাকে, ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে। রবীন্দ্রনাথের সঙ্গে অথৈয়ের কথোপকথনের মধ্য দিয়ে নাটকটিতে ওঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তার ব্যক্তিজীবনের নানা দিক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নাটকটির পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। সংগীত পরিকল্পনায় রয়েছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close