বিনোদন প্রতিবেদক

  ০৬ জুলাই, ২০১৯

আমেরিকা থেকে ফিরেই ‘বকুলপুর’-এ মৌ

তাহমিনা সুলতানা মৌ, একসময় শখের বশেই অভিনয় করতে শুরু করেন। কিছুদিন এভাবে শখের বশে অভিনয় করতে করতে একসময় অভিনয়ই যেন তার নেশা হয়ে ওঠে। আর এখন অভিনয়ই নেশা, অভিনয়ই তার পেশা। ঈদের আগে স্বামী মনিরুল আলম ও একমাত্র সন্তান মাহাকে সঙ্গে নিয়ে আমেরিকা গিয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে এক মাস সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন মৌ। ফিরে এসেই আজ থেকে তিনি দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। আজ থেকে টানা তিন দিন তিনি পুবাইলে ‘বকুলপুর’-এর শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানান মৌ।

এর আগে দীপ্ত টিভিতে মীর সাব্বির পরিচালিত ‘মালেক হতে সাবধান’ নাটকে অভিনয় করেও মৌ দারুণ সাড়া পেয়েছিলেন। এবার ‘বকুলপুর’ নাটকে অভিনয় করেও যেন আরো বেশি সাড়া পাচ্ছেন মৌ। একই পরিচালকের অর্থাৎ কায়সার আহমেদের নির্দেশনায় তাহমিনা সুলতানা মৌ এশিয়ান টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মহাঝামেলা’তেও অভিনয় করছেন। এ ছাড়া সকাল আহমেদের ‘শান্তিপুরীতে অশান্তি’ ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। এটি নিয়মিত প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এই ধারাবাহিকে তিনি খুনি মাসি চরিত্রে অনবদ্য অভিনয় করছেন।

আল হাজেন নির্দেশিত ‘হুলু¯ূ’’ল’ ধারাবাহিকেও অভিনয় করছেন মৌ। তবে এ নাটক এখনো প্রচারে আসেনি। আগামী ২২ জুলাই থেকে মৌ রুলীন রহমানের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিকে অভিনয় করবেন বলেও জানান। আমেরিকাতে এক মাস সময় কাটিয়ে এসে মৌ অভিনয়ে এখন বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। মৌ বলেন, ‘একসময় শখের বশে অভিনয়ের প্রতি ভালোলাগা ভালোবাসা থেকে অভিনয় করেছি। কিন্তু এখন অভিনয়ই আমার নেশা, অভিনয়ই আমার পেশা। যত বেশি অভিনয়ে ব্যস্ত থাকি যেন ততই ভালো থাকি। এ মুহূর্তে বেশ কিছু ধারাবাহিকে কাজ করা নিয়ে ব্যস্ত আছি। একজন শিল্পীর কাজে ব্যস্ততাই সত্যিকার অর্থের সুস্থতা। তবে এটাও সত্যি, অনেক কাজের ব্যস্ততা থেকে নিজের জন্যও কিছুটা সময় রাখতে হয়। আমি কাজের বাইরে আমার পরিবার, আমার সন্তান মাহাকেই দেওয়ার চেষ্টা করি। নিজের পরিবারের জন্য সময়টা রাখা খুবই জরুরি।’

বকুলপুর ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, ‘এই ধারাবাহিকে আমি আসমা চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটিতে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পাচ্ছি। এ ধারাবাহিকের নির্মাতা কায়সার ভাই, প্রধান সহকারী পরিচালক জীবন রায়, ক্যামেরাম্যান রুহুল আমিনসহ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে এই ধারাবাহিকে আসমা চরিত্রে কাজ করে আমি তৃপ্ত।’ বকুলপুর ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। ‘বকুলপুর’ প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close