বিনোদন প্রতিবেদক

  ১৩ মে, ২০১৯

এক দশক পর ‘বেহুলা’

নানা বিধিনিষেধের প্রাচীর ডিঙিয়ে প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’। সিনেমাটি পরিচালনা করেছেন রিয়াজ রনি। অধ্যাপক কবি আশরাফুজ্জামান বাবুলের গল্পে এ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও রিফাত চৌধুরী। এ ছাড়া কবি আসলাম সানীকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এ চলচ্চিত্রে।

আগামী ১৯ মে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে আফরাজ কমিউনিকেশনসের ইউটিউব চ্যানেল অঞঁনব ১- এ। এরই মধ্যে ডিজিটাল প্রচারণার সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হয়েছে। বিনা কর্তনেই চলচ্চিত্রটি দেখানোর কথা জানিয়েছেন নির্মাতা রিয়াজ রনি। ৪০ মিনিট ব্যাপ্তিকালের চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসনা হেনা। অন্যান্য চরিত্রে রয়েছেন আবদুল মালেক, ইব্রাহিম খালেদ, তাহমিনা জাফর ও হেদায়েত হোসেন। চলচ্চিত্রটির আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ। চিত্রগ্রহণে আনোয়ার হোসেন এবং সম্পাদনায় হারুন-অর-রশিদ ও কামাল পাশা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হাবিবুল ইসলাম চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close