বিনোদন প্রতিবেদক

  ০৩ জানুয়ারি, ২০১৯

একসঙ্গে তারা তিনজন

প্রথমবারের মতো একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন ফারহানা মিলি, এ্যানি খান ও সালহা খানম নাদিয়া। সঞ্জিত সরকারের রচনা ও নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকে ফারহানা মিলি, এ্যানি ও নাদিয়া অভিনয় করছেন যথাক্রমে সোনিয়া, বন্যা ও জিনিয়া চরিত্রে। নাটকের গল্পে মিলি ও নাদিয়া অর্থাৎ সোনিয়া ও জিনিয়া দুই বোন। তাদের বাসাতেই ভাড়া থাকেন বন্যা। এরই মধ্যে ধারাবাহিকটি আরটিভিতে প্রচার শুরু হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, গত বছরও সঞ্জিত দাদার নির্দেশনায় একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। নতুন বছরেও তার নির্দেশনায় আরেকটি ধারাবাহিকে নিয়মিত হলাম। যদিও এরই মধ্যে নাটকটির প্রচার শুরু হয়েছে এবং বেশ ভালো সাড়াও পাচ্ছি। সঞ্জিত দাদা তার নির্মাণে বেশ সিরিয়াস একজন নির্মাতা। নির্মাণকাজে বেশ অভিজ্ঞতাও রয়েছে তার। যেহেতু নিজেই নাটক রচনা করেন, তাই তার কাজের প্রতি অন্য রকম দরদ আছে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজটি করেন। মূল কথা, খুব চমৎকার একটি ইউনিট তার। যে কারণে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা কাজটি করছি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এ্যানি খান বলেন, এ মুহূর্তে আমি বেশ কিছু ধারাবাহিকে কাজ করছি। তবে সবগুলোর মধ্যে এই ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্রটি আমি বেশ উপভোগ করছি। সহশিল্পী হিসেবে আমার প্রিয় অনেক শিল্পীই আছেন। যে কারণে শুটিংয়ের সময়টা আমার বেশ ভালো কাটে। সময়টা ভীষণ উপভোগ করি আমি।

সালহা খানম নাদিয়া বলেন, এই নাটকে আমি মিলি আপুর ছোট বোন জিনিয়া চরিত্রে অভিনয় করছি। যেহেতু ঢাকাইয়া ভাষার নাটক তাই শুটিংয়ের সময়টা ভীষণ উপভোগ করি আমি। নিঃসন্দেহে বলতে হয়, সঞ্জিত দাদার ইউনিট বেশ গুছানো একটি ইউনিট। প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো সময়ের প্রয়োজন হয় না। তাই মাঝেমধ্যে অনেক আগেই আমাদের শুটিং শেষ হয়ে যায়।

নির্মাতা সঞ্জিত সরকার জানান, প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হচ্ছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মনিরা মিঠু, আরফান আহমেদ, আ খ ম হাসান, তুষ্টি, মিলন ভট্টসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close