বিনোদন প্রতিবেদক

  ০৯ নভেম্বর, ২০১৮

শিল্পকলায় ‘কল্প নগর’

ঢাকা মঞ্চের ২০তম প্রযোজনা ‘কল্প নগর’। আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাচকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটির রচয়িতা ও নির্দেশনায় রয়েছেন এ কে এম আহসান কবীর।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, সঙ্গতি ও অসঙ্গতির দোলাচলে আমাদের অন্তরসত্তা ও বহির্সত্তা সৃষ্টিলগ্ন থেকেই কাজ করছে। আমাদের চারপাশে মানবসৃষ্ট ঘটনা আর মানব মনের চিন্তা-চেতনা বিশ্লেষণ করলেই এর প্রমাণ মেলে। মনে মনে আমরা যতই ন্যায়-নীতি আর সত্যের জাল বুনি না কেন, স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের বেশির ভাগের পক্ষেই সত্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। আমাদের অন্তহীন যাত্রায় সুন্দর-অসুন্দর, আলো-আঁধারপূর্ণ এমনি কিছু খ- ঘটনা নিয়ে ‘কল্প নগর’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন উদয়ন বিকাশ বড়–য়া, জাহিদ হোসেন লিটন, আহসান কবীর, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, মো. জাহাঙ্গীর কবির, মাসুদ হোসেন, জহিরুল ইসলাম সেতু, আমিমুল এহসান তুষার, এনামুল হক, শহিদুল ইসলাম সোহেল ও হিমেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close