বিনোদন প্রতিবেদক

  ১৬ অক্টোবর, ২০১৮

নাদিয়ার ‘দেবর’

বেশ কিছু দিন দেশের বাইরে ছিলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। দেশে ফিরেই আবারও তিনি কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে নাদিয়া বাস্তবধর্মী একটি গল্পের নাটকের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘দেবর’। নাটকটি রচনা করেছেন ব্যারিস্টার মোস্তাক আহমেদ। নাটকটি নির্র্মাণ করেছেন তরুণ মেধাবী

নির্মাতা সঞ্জয় বড়ুয়া।

নাটকটির গল্প প্রসঙ্গে সঞ্জয় বড়ুয়া বলেন, একজন দেবরকে তার ভাই ভাবি অনেক ভালোবাসেন। তাকে অনেক কষ্ট করে জায়গা-জমি বিক্রি করে পড়াশোনা করিয়েছেন। কিন্তু একটি মেয়ের সঙ্গে মাত্র ছয় মাসের সম্পর্কের একটি পর্যায়ে সেই মেয়ের জন্য দেবর আত্মহত্যা করে। মাত্র ছয় মাসের জন্য একটি মেয়ের সম্পর্ককে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সবার ভালোবাসাকে উপেক্ষা করে দেবর কীভাবে এমন কাজটি করতে পারে, তা-ই বোধগম্য হয়ে ওঠেনি ভাবি আর ভাইয়ের কাছে।’

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘দেবর’ নাটকটি। এতে ভাবির চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। গত শুক্রবার রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, নাটকটির গল্প একেবারেই জীবনঘনিষ্ঠ। আমার কাছে মোস্তাক আহমেদের লেখা ভালো লেগেছে। যে কারণে কাজটি করতে আগ্রহবোধ করি। তাছাড়া সঞ্জয়ের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ ছিল। সঞ্জয় টেষ্টা করেছে অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করতে। আশা করছি, জীবনধর্মী এই গল্পের নাটকটি ভালো লাগবে দর্শকের।

নাটকটিতে দেবরের চরিত্রে অভিনয় করেছেন নবাগত শাহেদ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় বড়–য়া বলেন, নাটকটির গল্প আমাকে মূলত অনুপ্রেরণা দিয়েছে এটি নির্মাণের জন্য। তাছাড়া মোস্তাক ভাই আমাকে তার গল্প নিয়ে নাটকটি নির্মাণের ক্ষেত্রে বেশ উৎসাহ এবং সহযোগিতা করেছেন। নাদিয়া আপার প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমার প্রতি আস্থা

রেখে কাজটি করেছেন।

নির্মাতা জানান, শিগগিরই ইউটিউব চ্যানেলে নকশী টিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে আমেরিকা থেকে ফিরে নাদিয়া আহমেদ আদিবাসী মিজানের নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ‘মিস্টার টেনসন’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close