বিনোদন ডেস্ক

  ১২ জুন, ২০১৮

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে হিন্দু জাতীয়তাবাদকে অপমান করার অজুহাতে ওই সিরিজে অভিনয় করায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যায়িত করা হয়েছে। এই পরিস্থিতিতে বিব্র্রত প্রিয়াঙ্কা।

চলতি মাসের প্রধম দিনে এবিসি চ্যানেলে এই পর্বটি প্রচার করা হয়। এরপর থেকেই বিক্ষোভ চলছে ভারতে। ব্যানার-পোস্টার নিয়ে রীতিমতো রাস্তায় নেমে গেছেন মানুষজন। তারা ভারতে প্রিয়াঙ্কা চোপড়াকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন। কারণ ‘কোয়ান্টিকো’ নামের ওই গোয়েন্দা সিরিজে এফবিআই এজেন্ট এলেক্স প্যারিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

বাধ্য হয়ে সবকিছু শান্ত রাখতে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। রোববার এক টুইট বার্তায় সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা বলেন, ‘কোয়ান্টিকোর সাম্প্রতিক পর্বে কিছু মানুষের অনুভূতিকে আঘাত করেছে। সে জন্য আমি খুব দুঃখিত। এমনটা কখনোই আমার পরিকল্পনায় ছিল না, থাকবে না। আমি গর্বিত ভারতীয় নাগরিক এবং এ অনুভূতির কখনোই পরিবর্তন হবে না। সবাই শান্ত ও সুন্দর থাকুন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist