বিনোদন ডেস্ক

  ০৬ মার্চ, ২০১৮

৯০তম অস্কার বিজয়ী যারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে গতকাল ভোরে বসেছিল ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের এই আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করেছেন জিমি কিমেল। গত বছর ৮৯তম অস্কারে সেরা ছবির নাম ঘোষণা করেছিলেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে। তখন সেরা ছবির নাম ভুল ঘোষণা করে সমালোচিত হয়েছিলেন তারা। অস্কারে এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’। পুরস্কার নেওয়ার জন্য ছবির শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন পরিচালক গিলিয়ের্মো দেল তোরো। তাদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে।

১৩টি বিভাগে মনোনয়ন পায় ‘দ্য শেপ অব ওয়াটার’। কিন্তু পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন এই চারটি বিভাগে। এ বছর সেরা চলচ্চিত্র বিভাগে আরো মনোনয়ন পেয়েছিল কল মি বাই ইওর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার, দ্য থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি।

জমকালো এই আয়োজনটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশের দর্শকরা স্টার মুভিজ চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখেছেন। এক নজরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড : সেরা চলচ্চিত্র : দ্য শেপ অব ওয়াটার। সেরা পরিচালক : গিলিয়ের্মো দেল তোরো। সেরা অভিনেতা : গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)। সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি)। সেরা পার্শ্ব অভিনেতা : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি)। সেরা পার্শ্ব অভিনেত্রী : অ্যালিসন জ্যানি (আই, টনিয়া) সেরা চিত্রনাট্য : গেট আউট। অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে : কল মি বাই ইয়োর নেম। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র : অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : কোকো। ভিজ্যুয়াল ইফেক্টস : ব্লেড রানার ২০৪৯। সেরা সিনেমাটোগ্রাফি : ব্লেড রানার ২০৪৯। সেরা চলচ্চিত্র সম্পাদনা : ডানকার্ক। সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম : ডিয়ার বাস্কেটবল। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম : দ্য সাইলেন্ট চাইল্ড। সেরা ডকুমেন্টারি : হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫। অরিজিনাল স্কোর : আলেকজান্ডার দেসপ্লা (দ্য শেপ অব ওয়াটার)। সেরা গান : রিমেম্বার মি (কোকো)। সেরা প্রোডাকশন ডিজাইন : দ্য শেপ অব ওয়াটার। সেরা কস্টিউম ডিজাইন : ফ্যান্টম থ্রেড। সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং : ডার্কেস্ট আওয়ার। সেরা ডকুমেন্টরি ফিচার : ইকারাস। সেরা শব্দ সম্পাদনা : ডানকার্ক এবং সেরা সাউন্ড মিক্সিং : ডানকার্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist