বিনোদন প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

বালিঘরে শুভ ও তিশা

কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘বালিঘর’ শিরোনামের সিনেমা। এটি প্রযোজনা করছেন বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে ‘বালিঘর’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। গত শনিবার ছবিটি প্রসঙ্গে ঢাকার একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে গত শনিবার সকালে কলকাতা থেকে ঢাকায় আসেন নির্মাতা অরিন্দম শীলসহ ভারতীয় অতিথিরা। তা ছাড়া আমন্ত্রিত অতিথিরাও যথাসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেও ঢাকায় থেকেও অনুষ্ঠানস্থলে আসতে পারেননি সিনেমাটিতে অভিনয় করা আরেফিন শুভ। তিনি প্রায় ঘণ্টাখানেক পরে সংবাদ সম্মেলনে হাজির হন। এ সময় ওপার বাংলার নির্মাতা অরিন্দম শীল ঠাট্টা করে বলেন, এখানকার শিল্পীরা শুটিংয়েও কি দেরি করে আসেন? এরপর শুভকে উদ্দেশ করে এই নির্মাতা বলেন, ‘শুভ শুধু সময়মতো শুটিং সেটে এসো।’ এদিকে তিনি শুভর প্রশংসা করে বলেন, তার সঙ্গে যখন প্রথম দেখা হয় তার আধঘণ্টার মধ্যেই মন স্থির করে ফেলি ‘মধুময়’ চরিত্রটি শুভ ছাড়া আর কেউ করতে পারবে না। শুভর মধ্যে এক অসম্ভব সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে দুই প্রযোজনা সংস্থার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ‘বালিঘর’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জি, কাজী নওশাবা আহমেদ ও অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনায় থাকছেন ভারতের বিক্রম ঘোষ ও বাংলাদেশের চিরকুট। উভয় দেশের সরকারি অনুমোদন সাপেক্ষে এপ্রিল নাগাদ বাংলাদেশ ও ভারতে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist